Header Ads

আমেরিকাতে তাপপ্রবাহ ৪৬ ডিগ্রি সেলসিয়াস, মৃত্যু প্রায় ২০০ জনের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :   সারা বিশ্বে  করোনা সংক্রমণ অব্যাহত এর মধ্যে আমেরিকা কানাডার অস্বাভাবিক তাপ মাত্রা,  মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে। গতকাল আমেরিকার তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। আমেরিকাতে প্রায় ২০০ জন মারা গেছে। অরেগনে ১১৭ জন, ওয়াশিংটনে ৭৬ জনের মৃত্যু হয়েছে। কানাডাতে প্রায় ৫০০ মারা গেছে।  কয়েক লাখ সামুদ্রিক  প্রাণী মারা গেছে। মেরু অঞ্চলের হাজার হাজার বছরের বরফ গলছে।  তা অব্যাহত থাকলে  সুন্দরবন বাংলাদেশের বৃহৎ অঞ্চল ডুবে যাবে বলে প্রকৃতি বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছে। করোনার সময় এই অস্বাভাবিক প্রাকৃতিক  বিপর্যয়  মানুষের  বাঁচার সব রসদ ফুরিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে ভারতের রাজস্থানের জয়সালমির  মরুভূমিতে ৪৬  ডিগ্রি  তাপমাত্রা  প্রায় দেখা যায়। কিন্তু মৃত্যু  মিছিল দেখা যায় না।  আমেরিকার রিপোর্ট বলছে  সেদেশের দারিদ্র্যপীড়িত অঞ্চল যেখানে ফ্যান বা  এয়ার কন্ডিশন  ব্যবস্থা নেই। সেখানেই মৃত্যু হার বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.