Header Ads

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে অসমের ৫৫৪ কোটি টাকা ভুয়া কৃষকের ব্যাংক আকাকাউন্ট ঢুকেছে

অমল গুপ্ত, গুয়াহাটি : বিজেপি সরকার বরাবর  দুর্নীতির ক্ষেত্রে  জিরো  টলারেন্সের কথা  বলে থাকে। সংসদে  কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানালেন প্রধানমন্ত্রী কৃষক  সম্মান  নিধির  ৫৫৪ কোটি  টাকা  ভুয়া কৃষকের  ব্যাংক  একাউন্টে  জমা পড়েছে। ৮ লাখ ৩৫ হাজার ভুয়া কৃষকের  একাউন্টে জমা পড়েছে। তার মধ্যে এক বৃহৎ অংশ শিক্ষক। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা  জরুরি  বৈঠক  ডেকে  সব টাকা কৃষকদের ফিরিয়ে দেওয়ার  সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। কংগ্রেস সভাপতি রিপুন বরা  সি বি আই তদন্ত দাবি করে বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স   প্রতিশ্রুতি কোথায় গেল? গত পাঁচ বছর অগপর অতুল বরা  কৃষি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বার বার  দুর্নীতির ক্ষেত্রে  জিরো  টলারেন্সের আশ্বাস দিয়ে গেছেন। কংগ্রেস  অভিযোগ করেছে অতুল বরার  নৈতিক  দায়িত্ব গ্রহণ করে পদত্যাগ করা উচিত।  এদিকে,  পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন  বিভাগের  দুর্নীতি নিয়ে কড়া অবস্থান গ্রহণের  কথা বললেন বিভাগের মন্ত্রী   রঞ্জিত দাস। বলেন, বরাকের এক বি ডি ও-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি স্বীকার করেন দুর্নীতি হয়েছে। তিনি আজ ৭০ জনকে  নিযুক্তিপত্র  দিয়েছেন। নেগেটিভ খবরের মাঝে  ভালো খবর বড়োভূমিতে  শান্তি  আসবে। এন এল এফ বি-র প্রধান এম ব্যথার ওরফে  বিনোদ মুসাহারি আজ ২৩ জন   ক্যাডারকে সঙ্গে নিয়ে  অস্ত্রশস্ত্র সহ  আত্মসমর্পণ করেন।  যার মাথার দাম ছিল ১০ লাখ টাকা। আজ  ক্যাবিনেট কমিটির  বৈঠকে  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন  গোঁহাইকে  ক্যাবিনেট মর্যাদা  প্রদান করে  খাদ্য নিগমের চেয়ারম্যান পদে বসালেন। তিনি ধান  সংগ্রহের  দায়িত্বে থাকবেন। অধ্যাপক  ননিগোপাল মহন্তকে শিক্ষা বিভাগের উপদেষ্টা পদে বসালেন। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। পেগাসাস যার ফোনে  আড়ি পাতছে সেই  সমুজ্জ্বল ভট্টাচার্য আজ বলেন, দেশের গনতন্ত্রকে বিপন্ন করে   এই  ভারত বিরোধী কাজ করছে। বলেন পেগাসাসকে যদি ভারত সরকার অনুমতি দিয়ে থাকে তা হবে ভয়ঙ্কর। তিনি  বলেন, অসমীয়া মানুষের  স্বার্থপরিপন্থী কাজ করবে না। অপর ব্যক্তি অনুপ চেতিয়া বলেন,  এই ধরণের তারা একদিন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে   লড়াই করেছিলেন। তারা  এখন ভারতের  নাগরিক।  দেশ বিরোধী কাজ তারা করে না।

 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.