Header Ads

পেগাসাস ইস্যু সংসদের দুই সদন হৈ হট্টগোল মুলতুবি

অমল গুপ্ত, গুয়াহাটি : পেগাসাস ইস্যু নিয়ে আজ  লোকসভা, রাজ্যসভা মুলতুবি হয়ে যায়। তৃমূল নেতা অভিষেক  বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে বিরোধীদলের সাংসদদের সঙ্গে   বৈঠক করার কথা আছে। সাংসদ সুখেন্দু শেখর রায়  বাড়িতে এই বৈঠক হওয়ার কথা।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ৩/৪ দিন বাদ দিল্লি যাবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে  বিরোধী জোট গড়ার লক্ষ্যে আলোচনা হবে। বঙ্গে জিতে তৃমূল প্রচুর  আশাবাদী   মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে  প্রজেক্ট করলে বিরোধীরা  সম্মতি  দেবে। দেশের বামপন্থী দলগুলোঅখিল  যাদবের  সমাজ বাদী পার্টি, কংগ্রেস, দক্ষিণ ভারতের দলগুলোকে পাশে পাবে। ইজরায়েলের পেগাসাস ইস্যু  কেন্দ্রকে বেকায়দায় ফেলে দিয়েছে।  দেশের কৃষক আন্দোলন আজ সংসদের  ডোর গোড়ায় পৌঁছিয়ে গেছে।  যেসব সংবাদ মাধ্যম  কেন্দ্রের সমালোচনাতে মুখর তাদের মুখ বন্ধের চেষ্টা করা  হচ্ছে। আজ দেশের প্রথম সারির দৈনিক ভাস্কর এবং উত্তর প্রদেশের  ভারত সমাচার নামে এক  টি ভি চ্যানেলের অফিসে  আয়কর বিভাগের অফিসাররা হানা দিয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত টুইটবার্তায়  কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। এদিকে, বিজেপির রাজ্যসভার সদস্য  রুপা গাঙ্গুলি  তৃমূল সরকারের  সমালোচনা করে বলেছেন,  মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাতে পারেন না, তিনি আবার দেশ  চালানোর স্বপ্ন দেখছেন। বলেন, বঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই ৩৫ হাজার মহিলাকে নির্যতন করা হয়েছে। কোনো বিচার হল না। প্রতিদিন সেখানে  গন্ডগোল হচ্ছে। বিরোধী দলের ওপর  আক্রমণ চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.