Header Ads

অমানবিক উচ্ছেদ অভিযানের বিরোধিতা "আমরা বাঙালি "র

শিলচর : সরকারী জমি দখলমুক্ত করার জন্য রাজ্য জুড়ে যে উচ্ছেদ অভিযান চলছে 'আমরা বাঙালি' অসম রাজ্য কমিটির পক্ষে সচিব  সাধন পুরাকায়স্থ এই অমানবিক উচ্ছেদ কার্যৎ বন্ধ রাখার দাবী  করেন। তিনি বলেন, আমরা মনে করি, ভূমিহীন, সহায়-সম্বলহীন মানুষদের যেখানে ভূমি বিতরণ করা সরকার নীতি হওয়া উচিত। তা না করে সেখানে ভয়ংকর বিভীষিকাময় করোনা পরিস্থিতিতে সরকার অসহায় সম্বলহীন লোকদের ঘরবাড়ি ভেঙে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা সরকারের এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। উচ্ছেদ হওয়া লোকদের জমি আবন্টন করে পুনর্বাসন দেওয়া, সেই সঙ্গে ত্রাণসামগ্রী ও ক্ষতিপূরণ দেওয়ার দাবী আমরা রাখছি। আমরা মনে করি আজ যে উচ্ছেদ অভিযান চলছে তা অসাংবিধানিক কালা চুক্তি "অসম চুক্তি"র ১০ নং ধারার প্রয়োগ করে করা হচ্ছে। ওই ধারায় সরকারি জমি দখলমুক্ত করার কথা বলা হয়েছে। আজকে যারা উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা 'কিন্তু ওই কালা চুক্তি' সম্পর্কে নীরব। সুতরাং এই অমানবিক কালা চুক্তির বিরুদ্ধে  আজ আমাদের সবাইকে সরব হতে হবে। নতুবা সমস্যা সমস্যার জায়গাতেই থেকে যাবে প্রকৃত সমাধান খুঁজে পাওয়া যাবে না। সমস্যা সমাধানের একমাত্র উপায় অসম চুক্তি বাতিল। অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আর চুক্তির মূল দল অসম গণ পরিষদ এই সরকারের সঙ্গেই রয়েছে। এই যুগলবন্দি সরকারের বাঙালি বিদ্বেষী মনোভাবের ফলে বাঙালিদের প্রতি চরম অবমাননা করা হচ্ছে। জমি দখল বিষয়ে একটি প্রশ্ন উঁকিঝুঁকি মারছে, তা হল- বনাঞ্চল যদি দখল হয়ে থাকে তাহলে কোটি কোটি টাকা খরচ করে যে বনরক্ষী বাহিনী বা বন দপ্তরে সরকারের বেতনভুক্ত কর্মচারীরা আছেন তারা এতদিন কি করেছেন? সেই সব বনাঞ্চলে বিভিন্ন সরকারি প্রকল্পও বাস্তবায়িত হয়েছে। ৪০/৫০ বছর যাবৎ যারা সেইসব অঞ্চলে বসবাস করেছেন তাদেরকে এইভাবে উচ্ছেদ করা বেআইনি এবং অমানবিক।

সেই সঙ্গে ইহাও উল্লেখ করা প্রয়োজন, অতীতের সরকারের আমলেও ওই সমস্ত ভূমিহীন লোকদের জমির পাট্টা দেওয়ার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। ভোটের রাজনীতির জন্য ওইসব লোকদের যারা ব্যবহার করে আসছে, আমরা চাই তাদের মুখোশ সবার সামনে টেনে খুলে দেওয়া হোক। অসম থেকে বাঙালিদের উৎখাত করতে যে প্রক্রিয়া চলছে বর্তমান উচ্ছেদ অভিযান সেই বাঙালি উৎখাত ষড়যন্ত্রের একটি অঙ্গ মাত্র। তাই আজ প্রয়োজন ঐক্যবদ্ধ বাঙালি আন্দোলন। দলমত ধর্মমত ভুলে সকল বাঙালিদের এই কুচক্রান্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান রাখছে "আমরা বাঙালি" অসম রাজ্য কমিটি।

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.