Header Ads

প্রতিমাসে বিদ্যুত বিভাগে লোকসান হচ্ছে ৩০০ টাকা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রতি মাসে বিদ্যুত বিভাগে লোকসান হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বিজুলি ভবনে তিন কোম্পানির কর্মকর্তা, বিদ্যুত মন্ত্রী বিমল বরা, মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়া, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সমীর সিনহা  শক্তি বিভাগের প্রধান সচিব নিরোজ বার্মা প্রমুখের উপস্থিতিতে বিভাগের  কাজকর্ম  র্যালোচনা করার পর  সাংবাদিকদের এই লোকসানের কথা জানান। তিনি বলেন, যে সব  কোম্পানি  বিদ্যুৎ   বিল ফাঁকি দিচ্ছে  বেআইনিভাবে বিদ্যুত ব্যবহার করছে তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি বলেন, বিদ্যুত চুরি করা  কোম্পানিগুলো  কত টাকা জি এস টি ট্যাক্স দেয় তার সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের সামঞ্জস্য আছে কিনা তা  খতিয়ে   দেখা হবে। তিনি বলেন, বিদ্যুৎ  কোম্পানিকে লাভজনক করার সব প্রয়াস চালানো হবে। গুজরাটের বিদ্যুত  বিভাগের অফিসারা এক প্রেজেনটেশন দেবে। তাদের  রাজ্যের  কোম্পানিকে লাভজনক করার  পথ বাতলাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.