Header Ads

অবৈধ ভূ-মাফিয়া উচ্ছেদ অভিযান শুরু করল করিমগঞ্জ বন বিভাগ


নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জ : করিমগঞ্জ বনবিভাগ  বনাঞ্চলের অবৈধ বনভূমি দখলকারির বিরুদ্ধে বেদখল মুক্ত অভিযান আবার শুরু করলেন। অ‍্যাকশন মুডে বন বিভাগ করিমগঞ্জ। সঙ্গে সামিল করা হয় বন বিভাগ সহ পুলিশ,মহিলা পুলিশ ও সেনাবাহিনী পযর্ন্ত। এই বনবিভাগের উচ্ছেদ অভিযানে বনবিভাগের করিমগঞ্জ জেলা আধিকারিক (ডিএফও ) জালনুর আলী নেতৃত্বে দেখা গেল। বুধবার উচ্ছেদ অভিযান চলে লংঙ্গাই,ছলামনা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে। গত কয়েক দিন সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদ অভিযান  দোহালিয়া,চেরাগি, পাথারকান্দি ও লোয়াইরপোয়া সংরক্ষিত বনাঞ্চলে বন দস্যুদের বিরুদ্ধে  অ‍্যাকশন চলেছিল।লোয়াইরপোয়ার ছলামনা ও লঙ্গাই এলাকায় উচ্ছেদ অভিযান বনবিভাগ তীব্রতর করল। বনবিভাগের সুত্রে জানা যায় গুঁডিয়ে দেওয়া হল 27-28টি ঘর-বাড়ি সহ প্রায় 50 হেক্টর জমি দখলমুক্ত করা গেছে। এবার হাতী এই উচ্ছেদ অভিযানে লাগানো হয়নি। শুধু জেসিবি সাহায্য নেওয়া হয়েছে। অবৈধ ফিশারি ও ভূ-মাফিয়া দের বিরুদ্ধে উচ্ছেদ বনবিভাগে চলছে চলবে। এমটাই মনে হচ্ছে। প্রকৃত  অ-সাধুদের বের করতে তাল্লাসি অভিযান আরও তীব্রতর করা হতে পারে। বনানী হত‍্যা ও ঘন সবুজায়নের যারা অত‍্যাচার করে নিজের আঁখের গোচার পথ বেছে নিয়েছিলেন,তাদের বিরুদ্ধে আরও কঠোর  হচ্ছে করিমগঞ্জ বন বিভাগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.