মুখ্যমন্ত্রীকে ২৪ ঘন্টা জনতা ভবনে পাওয়া যাবে, ডিসেম্বরের মধ্যে ১০০শতাংশ টিকা
অমল গুপ্ত, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং
অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পর আজ প্ৰথম সাংবাদিক সম্মেলনে আশ্বাস দেন
আগামী ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। জুলাই মাসে ৩০.৩৫ লাখ ডোজ ভ্যাকসিন
অসমে আসবে। কারফিউ সম্পর্কে বলেন, গুয়াহাটিতে করোনা সংক্রমনের হার কমছে। এখন
৩০০ চলছে, ২০০র ঘর গেলে। ৭ জুনের আগে কারফিউ কিছু শিথিল করা হবে।
১৫ জুনের পর লকডাউন তুলে দেওয়া হবে সবকিছু
নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। তিনি নতুন সরকারের কর্মসংস্কৃতি
সম্পর্কে বলেন, জনগণের সেবা নিরলসভাবে করতে হবে, তাকে জনতা ভবনে ২৪ ঘন্টা পাওয়া যাবে। রাত
১২টাতেওঁ তিনি থাকবেন। অসমকে মাদক মুক্ত, বন্যা মুক্ত ও সন্ত্রাসবাদ
মুক্ত অসম উপহার দেওয়ার অঙ্গীকার করে বলেন। আলফার সঙ্গে আলোচনা চলছে। ৪০ বছরের এক জটিল
সমস্যা সমাধানের সব চেষ্টা চালানো
হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, অসম সরকরের শান্তি চাই আলফা
নেতা পরেশ বড়ুয়াও শান্তি আলোচনার সমর্থক, তারা যেকোনো মূল্যের বিনিমযে শান্তি আলোচনা করতে চাই। কিন্তু
পরেশ বড়ুয়া সার্বভৌমত্বের দাবিতে গোঁ ধরে আছেন। এই আলোচনাতে নেতিবাচক
ইতি বাচক দু-দিকই আছে। এই দুই দাবির মধ্যে এক ভারসাম্য আনতে হবে। এই আলোচনা খুবই
সাবধানে চালাতে হবে সংবাদপত্রকে এড়িয়ে চলতে হবে। সংবাদপত্রে বিবৃতি দিয়ে এই সংবেদনশীল স্পর্শকাতর
বিষয়ে সমাধানের পথ বেরোবে না বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। বন্যা
পরিস্থিতি নিয়ে বলেন, বন্যা সমস্যা চিরতরে সমাধানের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বন্যা
নিয়ে রাজ্যবাসীকে ভালো খবর দেবার
আশ্বাস দিলেন। অসমের যুব প্রজন্মকে মাদক থেকে রক্ষা
করার জন্যে মাদক চোরা
পাচারদের বিরুদ্ধে অভিযানকে তীব্র করার নির্দেশ
দেওয়া হয়েছে পুলিশকে। এই অভিযান বন্ধ হবে না। উদালি মডেল কোভিড
হাসপাতালের ঘটনা সম্পর্কে বলেন, গ্রেফতার করা অপরাধীদের চার্জ সীট
ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড সেনানী ডাক্তার নার্স দের
বিরুদ্ধে কোনো ধরনের
আক্রমণ বরদাস্ত করা হবে না। ডাক্তার নার্সদের
সম্মান আর মর্যাদা রক্ষা করা হবে যে কোনও মূল্যে। প্রসঙ্গত উদালির
ঘটনার পর আজ মরিয়ানীর কাক জান চা বাগানে এক
চিকিৎসা কেন্দ্রে ডাক্তারকে আক্রমনের ঘটনার খবর
পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেন, প্রধানমন্ত্রী অসমের
সার্বিক উন্নয়নে কিছু নির্দেশা বলি দিয়েছেন। তা আমরা মেনে চলবো। জানান,
আগামী জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমে আসবেন। রাজ্যে
মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে বলেন, সি বি এস সির গাইডলাইন মেনে তারা সিদ্ধান্ত নেবে।
পেপার মিল নিয়ে কিছু একটা
করার চেষ্টা হচ্ছে বলে জানান। মুখ্যমন্ত্রী
দিল্লিতে থাকাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টেট উর্ত্তীণ প্রার্থীদের সুযোগ
সুবিধা নেওয়ার সময় সীমা ৭ বছরের পরিবর্তে আজীবন করার ঐতিহাসিক সিদ্ধান্তের কথা
ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই