বিহাড়ায় বিপুল পরিমাণে ড্রাগস সহ ধৃত দুই পাচারকারী
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ রাজ্যে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের ড্রাগস বিরোধী অভিযান বেশ চোখে পড়ার মতো। গত কিছু দিনে রাজ্যের অন্যান্য প্রান্তের মতো বরাকেও বেশ কিছু মাদক বিরোধী অভিযানে প্রশাসনের সফলতার বিশেষ নজির স্থাপন করেছে। এনিয়ে প্রায় এক সপ্তাহের মাথায় কাটিগড়া পুলিশের একাধিক সাফল্যে সন্তোষ ব্যক্ত করেন কাটিগড়ার সচেতন মহল। এদিকে বৃহস্পতিবার দুপুরের দিকে কাটিগড়া থানার ওসি রঞ্জন দোলে ও বিহাড়া পুলিশ ফাড়ীর ইনচার্জ লাবন্য বড়োর অভিযানে বিহাড়ার নারাইনছড়া থেকে বিপুল পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত হয়। সঙ্গে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারা হলো করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামের নজমুল হক(৩৪), মকইভাঙ্গার জয়নাল আবেদীন(৩১)। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিহাড়ার নারাইনছড়ায় সন্দেহ জনক ভাবে আসা এএস০৪-এন৬৩৬৬ নম্বরের একটি বলেরো গাড়ি থামিয়ে নজমুল হক ও জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের দুটি লাইটের ভেতর থেকে মোট ৭২ টা সাবান কেসে ভর্তি হিরোইন উদ্ধার করে। এর বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা বলে অনুমান। পরে ড্রাগস সহ ধৃতদের কাটিগড়া থানায় পাঠানো হয়। সেখানে উপস্থিত কাছাড়ের পুলিশ সুপার বৈভব নিম্বালকর সাংবাদিকদের জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ও অসমের ডিজিপি নির্দেশিত রাজ্যের মাদক বিরোধী অভিযানে গত কয়েক মাসের মধ্যে এটি কাছাড় পুলিশের এক বড় সড়ো সাফল্য। তিনি আরও জানান, কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে বৃহস্পতিবার উধারবন্দের করাতিগ্রাম এলাকায় একটি বাড়ি থেকে প্রায় দেড় কেজি গাঁজা সহ দুজনকে আটক করে রংপুর পুলিশ।
এদিকে কাটিগড়া পুলিশের একের পর এক মাদক বিরোধী অভিযানে স্বস্তির হাওয়া বইছে কাটিগড়ার সচেতন মহলে। তবে প্রশাসনের কাছে বিভিন্ন মহলের প্রশ্ন এসব সমাজবিরোধী কাণ্ডের মূল পাণ্ডাকে কি ধরতে সক্ষম হবে কাটিগড়া পুলিশ ? আর কতদিনই বা চলবে এসব অভিযান ?
কোন মন্তব্য নেই