Header Ads

দেশের তৈরি তৃতীয় ভ্যাকসিন বায়োলিজিকাল ই, সংক্রমন সামান্য বেড়েছে

অমল গুপ্ত, গুয়াহাটি : দেশে করোনা সংক্রমণ  কিছুটা বাড়লেও  আতঙ্কের কিছু নেই। তবে তৃতীয় ওয়েভ নিয়ে স্বাস্থ্য  মন্ত্রক উদ্বিগ্ন। তৃতীয় ওয়েভ  শিশুদের আক্রমণ করতে পারে। অসম, পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে পৃথক শিশু বিভাগ করার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির এইমেস  এব্যাপারে প্রশিক্ষনের   ব্যবস্থা করেছে। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা লাখ ৩৪ হাজার ১৫৪জন।  এই সময় মৃত্যু হয়েছে  হাজার ৮৮৭ জন। দেশে আক্রান্ত কোটি ৮৪ লাখ ৪১ হাজার। দেশে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৭ হাজার। অসমে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪১৭৮ জন, মারা গেছেন ৬১জন।  মোট আক্রান্ত লাখ ২০হাজার।  রাজ্যে মৃত্যু হয়েছে ,৪৭৭ জন। দেশে কভ্যাক্সিন ও  কোভিশিল্ড এই দুটি দেশে তৈরি ভ্যাকসিন দেওয়া চলছে। রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি হাতে এসেছে। কিছু মানুষকে দেওয়া হয়েছে। গতকাল হায়দ্রাবাদে  বিমান বন্দরে আবার যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন এসেছে। এদিকে, ভারতের প্রতিরক্ষা বিভাগের  তৈরি  ডিজি ভ্যাকসিনের পর হায়দ্রাবাদে  বায়োলজিক্যাল ই নামে ভ্যাকসিন আগস্ট মাস থেকে উৎপাদন শুরু হবে। প্রথমেই ৩০ কোটি ডোজ পাওয়া যাবে। স্বাস্থ্য মন্ত্রক ইতিমিধ্যে ১৫০০ কোটি টাকা  ভ্যাকসিন কেনার জন্যে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে  জানা গেছে। আই সি এম আর-এর ডিজি বলরাম  বার্গভ বলেছেন জুলাই আগস্টর শুরুতে প্রতিদিন এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি জানান হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তঃর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ ডোজ রাশিয়ান স্পুটনিক  ভি ভ্যাকসিন  এসেছে। বছর ঘুরলেই বিজেপি শাসিত গুজরাট মনিপুর, গোয়া, উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন।  করোনার ফলে দেশের অর্থনীতি তলানিতে, হু হু করে জ্বালানি তেলের দাম বাড়ছে। নিত্যপ্রয়োজনীয়   সামগ্রীর দাম আকাশ  ছোঁয়া।  কৃষকদের আন্দোলন চলছে। দেশের পবিত্র নদী গঙ্গা আজ করোনা আক্রান্ত মরদেহ ফেলার ডাস্ট বীনে পরিণত হয়েছে। সারা বিশ্বে বদনাম হয়েছে  ভারতের। উত্তরপ্রদেশের বিজেপি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। সামনে জুন বিশ্ব পরিবেশ দিবস।   দূষিত জলে  দাঁড়িয়ে পরিবেশ দিবস পালন করা যাবে কি? গঙ্গা নদীকে দূষিত করছে কানপুর। হাজার হাজার জুতো  চামড়ার কারখানা। বিষাক্ত রাসায়নিক যুক্ত   জল নর্দমা দিয়ে পবিত্র গঙ্গা ফেলে দেওয়া হয়। কোন রাজনৈতিক দল অভিযোগ করে না। করোনা   আক্রান্ত মরদেহ  থেকেও  বেশি বিষাক্ত  কানপুরের গঙ্গা জল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.