লক্ষ্মীনন্দন বরার মৃত্যু রাজ্যে শোকের ছায়া, জাফার শোক প্রকাশ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে সাহিত্যিক হোমেন বরগোহাইয়ের পর অসমিয়া সাহিত্য জগতে ইন্দ্রপতন হল। অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি লক্ষ্মীনন্দন বরা চলে গেলেন। সাংবাদিক জগতে, সাহিত্য অঙ্গনে তাঁর অবদান রাজ্যবাসী কোনোওদিন ভুলবে না। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন তিনি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বিশাল ভূমিকা রেখে গেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক সংস্থা জাফার সভাপতি অভিদ্বীপ চৌধুরী কার্য্যকরি সভাপতি পঙ্কজ ডেকা, সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিরল প্রতিভার উজ্জ্বল ব্যক্তিত্ব লক্ষ্মী নন্দন বরার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রিয় মর্য্যাদায় সম্পন্ন হবে।
কোন মন্তব্য নেই