প্ৰকাশ হতে চলেছে ‘নয়া ঠাহর’গোষ্ঠীর শারদ সংখ্যা ২০২১
প্ৰতিবছরের মতো এবছরও উত্তরপূর্বাঞ্চলের জনপ্ৰিয় বাংলা ওয়েব পোর্টাল ‘নয়া ঠাহর’গোষ্ঠী শারদ সংখ্যা ২০২১ ছাপা এবং ওয়েব মাধ্যমে প্ৰকাশ করতে চলেছে। এবছর গুয়াহাটি থেকে পত্ৰিকা প্ৰকাশ করা হচ্ছে। তারই প্ৰস্তুতি পূর্ণদমে চলছে। তাই পাঠকদের বহুমূল্য লেখা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। কী ধরনের লেখা পাঠাবেন- ১) অতিমারী কোভিড-১৯ সৃষ্ট বর্তমান পরিস্থিতি নিয়ে লেখা (৫০০ শব্দের মধ্যে),২) প্ৰবন্ধ, ভ্ৰমণ কাহিনি, ৩)ছোট গল্প (৫০০ শব্দের মধ্যে), ৪) অনুগল্প (২৫০ শব্দের কম),৫) কবিতা।
লেখা পাঠাতে হবে গীতাঞ্জলি ফন্টে। পাসপোর্ট সাইজের লেখকের ছবি সমেত নাম, ঠিকানা অবশ্যই পাঠাতে ভুলবেন না। লেখা পাঠানোর পর ফোন বা মেল করার প্ৰয়োজন নেই। আমাদের সম্পাদক মণ্ডলির পছন্দ হলে তা ম্যাগাজিনে স্থান পাবে। লেখা মনোনয়নের ক্ষেত্ৰে সম্পাদকের সিদ্ধান্তই চূড়ান্ত। লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। লেখা পাঠানোর ঠিকানা রিংকি মজুমদার, সহকারী সম্পাদক, ‘নয়া ঠাহর’, গুয়াহাটি- ৭৮১০২৬, অসম। rinki.majumder@gmail.com
কোভিড সৃষ্ট প্ৰতিকূল পরিস্থিতিতে সকলের সুস্থ, সুরক্ষিত এবং আনন্দে থাকার কামনা করছে ‘নয়া ঠাহর’ সংবাদ গোষ্ঠী।
কোন মন্তব্য নেই