কোভিড আক্রান্তদের পাশে কান্দি পৌরসভা
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : কোভিড-১৯ আক্রান্তদের
সেবামূলক কাজে এগিয়ে এসেছে কান্দি শহরের
বহু এনজিও। মুর্শিদাবাদ জেলার সবচেযে
প্রাচীন কান্দি পৌরসভার প্রশাসক তথা
বিধায়ক অপূর্ব সরকারের তত্ত্বাবধানে আক্রান্ত
রুগীদের সব ধরনের সাহায্য করা
হচ্ছে বলে জানান পৌরসভার পক্ষ্যে অভিজিৎ দাস। এনজিও, "বন্ধু" চ্যাট রুম পক্ষ্যে (1990ব্যাচ
মাধ্যমিক,) এডমিনিষ্ট্রটিভ
মহুয়া সরকার, আস্তিক ঘোষ, সৌরভ রায় রোগীদের
পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রেরোনা, নামে এক
এনজিও কান্দি মহকুমার প্রত্যন্ত অঞ্চলে সেবা
করতে যাচ্ছে। কান্দির রেড ভোলানটিয়ার্স
নামে অন্য এক সংগঠন ভালো
কাজ করছে। কান্দি রেড ক্রস এগিয়ে এসেছে। কান্দি হাইস্কুল প্রাক্তন
ছাত্রসন্থা কোভিড আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছে। করোনা
উদ্ভুত জটিল পরিস্থিতিতে কান্দিতে এত সংগঠন এগিয়ে এসে জনহিতকর কাজে
আত্মনিয়োগ করেছে, যা সবার
প্রশংসা কুড়িয়েছে।
কোন মন্তব্য নেই