শিলচর এন,আই, টি সংলগ্ন বাবুটিল্লায় দুঃসাহসীক ডাকাতির ঘটনায় এলাকায় ত্রাস, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শিলচর শহর সংলগ্ন এন,আই,টির নিকটবর্তী বাবুটিল্লায় সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ঘটনার বিবরণে জানা গেছে যে প্রদীপ নুনিয়ার ছোট ভাই মন্নু নুনিয়া প্রাকৃতিক কর্মের জন্য ঘরের দরজা খুলে বের হতেই আগে থেকে ওঁৎপেতে থাকা ১৮-২০ জনের ডাকাত দল বন্দুক ঠেকিয়ে চিৎকার করতে বারণ করে ঘরে প্রবেশ করে। ডাকাত দলের সাথে ছিল ধারালো অস্ত্র ও রড। বন্দুকের মুখে মন্নু নুনিয়াকে বন্ধক বানিয়ে পরিবারের অন্য সদস্যদের কাবু করে নেয় ডাকাতদল এবং চলে গোটা ঘর জুড়েই তাণ্ডব লীলা। এর পর প্রদীপ নুনিয়ার কক্ষে প্রবেশ করে জানতে চায় টাকা পয়সা কোথায় রাখা আছে। জবাবে অসন্তুষ্ট হয়ে অল্প মারধরও করে। পরে আলমারির চাবি নিয়ে লুটে নিয়ে য়ায় ৮০ হাজার টাকা ও ৭-৮ ভরি সোনা গয়না। এ চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকা জুড়ে ত্রাসের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের উপর। কারণ, বরাক উপত্যকা জুড়ে বলবৎ রয়েছে রাত্রীকালীন কারফিউ। এই রাত্রীকালীন কারফিউতে যেখানে এক দুজনের ঘর থেকে বের হওয়া মুশকিল সেখানে ১৮-২০ জনের ডাকাত দল কি ভাবে গাড়ীতে এসে ডাকাতি করছে। ইদানিং প্রায়ই গোটা বরাক উপত্যকা জুড়ে ঘটছে ডাকাতির ঘটনা। এতে কিন্তু পুলিশ প্রশাসনের ব্যার্থতাই প্রমাণিত হচ্ছে। ঘুংঘুর পুলিশ আউট পোষ্টের আওতাধীন এলাকায় ডাকাতির ঘটনা বেড়েই চলছে। কয়েকদিন আগেই শিলকুডি এলাকায়ও সংগঠিত হয়েছে অনুরূপ ঘটনা। এভাবে সংগঠিত ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে ত্রাসের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
কোন মন্তব্য নেই