Header Ads

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমের  কোভিড পরিস্থিতি উন্নতি হয়নি। প্রায় সাত লাখ  ছাত্র-ছাত্রীরা  প্রায় ১০ শতাংশ কোভিড আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ   ঝুঁকি না নিয়ে  পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিল, ক্যাবিনেট কমিটিও একই দাবি। শেষ পর্যন্ত  শিক্ষামন্ত্রী  রোনজ পেগু  আসুআবসু এবং অসম  সাহিত্য  সভার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে  আগের রেকর্ড দেখে মূল্যায়নের ভিত্তিতে  ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই মূল্যায়ন করবেন রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরা। দুটি কমিটি গঠন করা হবে। সাতদিনের মধ্যে প্রতিবেদন পেশ করবে। পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য  মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে। আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য বলেন, ছাত্রদের  ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করতে হবে, কারণ এই পরিস্থিতির জন্যে  ছাত্ররা দায়ী নয়। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুদিনব্যাপী উত্তর-পূর্বাঞ্চল সফর শেষে আজ গুয়াহাটিতে কামাখ্যা  ধাম পরিদর্শন  করেন। তিনি সরুসাজাইয়ে ২২ কোটি  টাকা ব্যয়ে নির্মিত কোভিড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি যাবার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী  প্রসংশা করেন।  অসমে হাতিদের  নিরাপত্তা নেই। তাদের করিডোর নুমলীগড় বুনো হাতিদের দাপট বেড়ে গেছে। তাদের  চলা  চলের পথ  বন্ধ হয়ে যাচ্ছে।   গোয়ালপাড়া জেলার  রংজুলি এলাকায় বুনো হাতি বহু ঘর-বাড়ি  ভেঙে দিয়েছে। আজ কাজিরঙার এক বাঘকে   বোকাখাত অঞ্চলে  মৃত অবস্থায় পাওয়া  যায়। ক্ষুদ্র সন্থা  থেকে ঋণ নিয়ে  রাজ্যে  মহিলাদের মধ্যে   সমালোচনার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী  বলেন, খুবই গরিব মহিলাদের ঋণ মুকুবের কথা বলেছিলাম। ধনীদের নয়। লাখ ২৫ হাজারের বেশি ঋণ   নেওয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়র  আইন বিরোধী। তাছাড়া, তিন বারের বেশি ঋণ নেওয়া   আর বি আই সমর্থন করবে না।  মুখ্যমন্ত্রী আজ নীতি আয়োগের  এস ডি জি ইন্ডিয়া ইনডেক্স নিয়ে এক সাংবাদিক সন্মলনে বলেন, অসমের সার্বিক পরিস্থিতির সূচকে ২০২০ সাল থেকে ২০২১ সাল অনেক এগিয়ে। বলেন,  স্যাটেলাইট   সিস্টেমে মাধ্যমে রাজ্যের আগাম প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস  পাওয়া যাবে। বিজ্ঞান ভিত্তিতে উন্নয়ন সম্ভব হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.