প্রয়াত আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের একনিষ্ঠ কর্মী পঙ্কজ পাল
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : চিকিৎসকদের সমস্ত প্রয়াসকে বিফল করে বৃহস্পতিবার অকালে পরলোক চলে গেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের কার্য্যরত পঙ্কজ পাল। প্রয়াত হয়েছেন গৌহাটি এপোলোতে চিকিৎসাধীন অবস্থায়। তিনি লিভার এর সমস্যায় ভর্তি ছিলেন এপোলো হাসপাতালে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা আসাম বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। অত্যান্ত ভদ্র স্বভাবের প্রয়াত পাল সহজেই বিশ্ববিদ্যালয়ের সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বিপদের সময় বন্ধু-বান্ধবদের মন খুলে সাহায্য করতেন। তিনি ১৯৯৭ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসে যোগদানের আগে তিনি কার্য্যরত ছিলেন সিবিআইয়ের শিলংস্থিত কার্য্যালয়ে।
কোন মন্তব্য নেই