যোগাভ্যাস করোনা মহামারি প্রতিরোধে আত্মশক্তি যোগায় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অমল
গুপ্ত, গুয়াহাটি : সারা
বিশ্বের ১৯০টি
দেশের সঙ্গে ভারতের প্রতিটি রাজ্যে আজ ৭তম আর্ন্তজাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ২০১৪ সালে
ভারতের হাজার বছরের
পরম্পরাগত যোগ, প্রাণায়ামের
মত প্রাকৃতিক চিকিৎসা শাস্ত্রকে অনুমোদন
জানানোর জন্যে রাষ্ট্রসংঘর কাছে আবেদন জানান। রাষ্ট্রসংঘে ভারতের দায়িত্ব প্রাপ্ত
আম্বাসেডর অশোক কুমার মুখার্জী
প্রধানমন্ত্রী মোদির প্রস্তাব আনুষ্ঠিকভাবে উত্থাপন করেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ১১৭ টি দেশ
ভারতের এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন
করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভোরে জোগাভ্যাস
করার পর দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রদান করে বলেন, দেড় বছর থেকে মানুষ করোনার
বিরুদ্ধে লড়ছেন দেশের হাতে উপযুক্ত প্রতিষেধক
ছিল না। দেশের
কোটি কোটি মানুষ বাড়ির মধ্যে নিয়মিত
ভাবে যোগাভ্যাস করে এই মহামারি থেকে নিজেদের
রক্ষা করেছেন। রোগ প্রতিরোধে শক্তি জুগিয়েছে।
অন্ধকারের মাঝে আশার কিরণ ছিল এই যোগাভ্যাস। মহামারির বিরুদ্ধে আত্মশক্তি
জুগিয়েছে। সারা বিশ্ব আমাদের প্রাচীন পরম্পরাগত যোগাভ্যাসকে
আন্তরিকভাবে গ্রহণ করেছে। কেন্দ্রীয়
আয়ুষ মন্ত্রণালযের উদ্যোগে অনুষ্ঠিত এই দিবস
দেশের ৭৫টি স্থানে উদযাপন
করা হয়। অসমের
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ধে মাজি
জেলার গেরুয়ামুখে এবং স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত গুয়াহাটি
তরুণ রাম ফুকন ইন্ডোর স্টেডিয়ামে আর্ন্তজাতিক যোগ দিবসে অংশ গ্রহন
করেন। আর্ন্তজাতিক
যোগ দিবসের সঙ্গে আজ বিশ্ব সংগীত দিবসও পালন করা হয়। সুপ্রাচীনকালের
যোগ বিদ্যার সঙ্গে সুর-তাল-লয়ের এক যোগ
আছে।
কোন মন্তব্য নেই