Header Ads

ত্রিপুরাতে তিন গরু পাচারকারীকে গণ প্রহারে মৃত্যু

নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলা : ত্রিপুরার   উত্তর মহারানীপুরে এক  গাড়ি আটকিয়ে আগে চুরি করা  টি গরু উদ্ধার  করার  পর উন্মত্ত জনতা জনকে  প্রচণ্ড মারধোর করে। সংবাদ সূত্রে প্রকাশ, এই ঘটনায়  গুরুতর আহত বিলাল  মিয়া, শফিউল ইসলাম, জায়েদ হোসাইন এই তিনজনকে আগরতলা হাসপাতালে  নিয়ে  গেলে   তাদের মৃত ঘোষণা করা হয়। মৃত তিনজনই সেফালিজলা জেলার সোনামুরার বাসিন্দা। খোয়াই জেলা থেকে গরুগুলি  চুরি করে পালাচ্ছিল বলে গ্রামবাসী অভিযোগ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.