Header Ads

আন্তর্জাতিক যোগ দিবসে দেশ জুড়ে বিনামূল্যে ভ্যাকসিন, অসমের আবার ব্ল্যাক ফাংগাস, আবার লকডাউন?

অমল গুপ্ত, গুয়াহাটি : সোমবার ২১ জুন  আর্ন্তজাতিক যোগ দিবস। এই দিবস থেকেই কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উর্ধে ব্যক্তিদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের  মেগা কর্মসূচি মেনে অসম সরকার  এইদিন থেকে প্রতিদিন তিন লাখ করে টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ  জানান, ১০ জুলাইয়ের মধ্যে অসমে এক কোটি টিকা প্রদান  করা হবে। এই "মিশন ভ্যাকসিন, সফল করার জন্যে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন। সারা দেশে  করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে। অসমে কিন্তু  পরিস্থিতির  উন্নতি হচ্ছে না। আগামী  জুলাই, থেকে  অসমে আনলক ৩.০  শুরু হচ্ছে। দেশে ২৪ ঘন্টায় সংক্রমণ ৬০ হাজারের নীচে নেমে গেছে। অসমে কিন্তু ৬/৭ জেলাতে সংক্রমণ কমছে না। পশ্চিমবঙ্গে  প্রতিদিন সংক্রমণের হার তিন হাজারের তলে নেমেছে, অসমে সাড়ে তিন হাজার/ চার হাজার  মানুষ সংক্রমিত হচ্ছে।   বরাকের  কাছাড়, তিনসুকিয়া, ডিব্রুগরশোণিতপুর, নগাঁও জেলাতে করোনা  নিয়ন্ত্রিত হচ্ছে না। যোরহাট, বিশ্বনাথ জেলাতেও অবস্থা  ভালো নয় বলে জানালেন  স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। আগামী ১ জুলাই রাজ্যে আনলক ৩.০ শুরু হচ্ছে। গুয়াহাটি কামরূপ সহ বাকি জেলাতে লকডাউন শিথিল করা হলেও  উল্লেখিত ৭ জেলাতে পুরো লকডাউন জারি  করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিলেন। আর ২২ জুন থেকে  আর্ন্তঃজেলা  পরিবহন প্রত্যাহার করা হবে না, বহাল  থাকবে। আগামী বুধবারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত  ঘোষণা করা হবে।  পশ্চিমবঙ্গের ১৬টি জেলার  ২৫১টি  স্থানে   মাইক্রো কন্টেনমেন্ট জারি করা হবে। পুরো লকডাউন না দিয়ে এইভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। অসমে আজ কানাডা থেকে  রেডক্রসের দান করা ৫২৭৪ কেজি  অক্সিজেন এসেছে বিশেষ বিমানে। বরাক  উপত্যকা এবং গুয়াহাটির জন্যে  পাঠানো হয়েছে বলে জানা গেল। মধ্যপ্রদেশের পর  আজ পঞ্জাবে গ্রীন ফ্যাঙ্গাস  ধরা  পড়েছে। অসমের ডিব্রুগর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের  দেহে  ব্ল্যাক ফ্যাঙ্গাস ধরা  পরার কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর আগে গুয়াহাটি ও শিলচরে   ধরা  পড়েছিল। তিনি বলেন, ডায়াবেটিস রোগীকে অতিরিক্ত  স্ট্রেরোয়েড দেওয়ার ফলে এই ব্ল্যাক ফ্যাঙ্গযাস  রোগ হচ্ছে বলে  সরকার নতুন প্রটোকল মেনে চিকিৎসা করা হবে। আমেদাবাদের আই আই টি দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের একটি বিষেজ্ঞ  দেশের নদী হ্রদগুলোর জল  পরীক্ষা করে গুয়াহাটির   মরা  ভরলু   থেকে নমুনা সংগ্রহ করে এই জলে করোনার নতুন  ভাইরাসের সন্ধান পেয়েছে। দেশের   বহু নদীতে এই ভাইরাস  পাওয়া গেছে। যা উদ্বেগের সৃষ্টি হয়েছে। আবার   করোনার তৃতীয় ওয়েব  আসছে। মানুষকে আর স্বস্তি দেবে না। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, সরকার তৃতীয় ওয়েভ নিয়ে সব ব্যবস্থা গ্রহণ করেছে। সব হাসপাতালে শিশুদের পৃথক বেডের  ব্যবস্থা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.