করিমগঞ্জ এউচ্ছেদ হওয়া মানুষদের পুনর্বাসনের দাবি বরাক ডেমোক্র্যাটিক ইউথ ফ্রন্টের
নয়া ঠাহর সংবাদদাতা, শিলচর :
কয়েকদিন থেকে আসামের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ
অভিযান শুরু করেছে বনবিভাগ। এর ফলে করিমগঞ্জ জেলার পাথারকান্দি, ছলামনা ও বাজারঘাট অঞ্চলে
অনেক গরীব শ্রমজীবী মানুষ বাস্তচ্যুত হয়েছেন।
এই বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে বরাক ডেমোক্রেটিক ইয়ুথ
ফ্রন্ট। ফ্রন্টের মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত বলেছেন যে মহামারীর এই সংকটময় সময়ে
যখন করোনায় রোজ রাজ্যে হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মৃত্যু বরণ
করছেন তখন সরাকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অমানবিক। লকডাউনে অনেকের কাজ চলে
গেছে।তারা সাংঘাতিক আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন।
এই পরিস্থিতিতে উচ্ছেদ অভিযান কোনভাবেই সরকারের অগ্রাধিকার হতে পারে না।
ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন যে
হাইকোর্টের আদেশকে অমান্য করে বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চলছে। ছলামনাতে উচ্ছেদ
হওয়া বাসিন্দাদের অনেকের ইন্দিরা আবাসের ঘর, বৈধ বিদ্যুৎ সংযোগ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক
যোজনার রাস্তা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছেন। গত বৎসর সরকার
দীর্ঘদিন থেকে জমিতে বসবাসকারী উপজাতি মানুষদের জমির পাট্টা প্রদান করেছে। তাহলে
বাঙালিদের বেলায় এই বৈষম্য কেন?
ফ্রন্টের আহ্বায়ক অমিত কান্তি চৌধুরী বলেন যে বেছে বেছে
সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তার পিছনে সরকারের
বিভেদকামী ও প্রতিহিংসাপরায়ণ নীতি ক্রিয়াশীল।
ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব বলেন অবিলম্বে এই উচ্ছেদ
অভিযান বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে উচ্ছেদ হওয়া গরীব শ্রমজীবী মানুষদের পুনর্বাসন
ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অন্যথায় বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট পথে নেমে
আন্দোলন করতে বাধ্য হবে।









কোন মন্তব্য নেই