করোনার তৃতীয় ওয়েভ শিশুরা আক্রান্ত হবে খবর ঠিক নয় : স্বাস্থ্য মন্ত্রক
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে
করোনার তৃতীয় ওয়েভ আসছে। শিশুরা
আক্রান্ত হবে এই খবর উড়িয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক মুখপাত্র আজ বলেন,
যে সব শিশু করোনাতে আক্রান্ত হয়েছে, বলা হচ্ছে অধিকাংশ কোমর্বিডিটি বা অন্যান্য রোগে
আক্রান্ত কোভিড নয়। এদিকে,
প্রধানমন্ত্রীর ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকার আর ভ্যাকসিন কিনবে না বলে জানিয়ে
দেওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। ২১ জুনের আগে ভ্যাকসিন পাওয়ার
সম্ভাবনা নেই। অসমেও ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা ভ্যাকসিন
পাচ্ছেন না। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, ১০/১২
দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। অসমে করোনা সংক্রমণ অনেক কমেছে। তবে
ভ্যাকসিন বন্ধ হলে বিপদ হবে।









কোন মন্তব্য নেই