অসম রত্নর পর সরকার অসম বিভূষণ, অসম ভূষণ, অসম শ্রী পুরস্কার ঘোষণা
অমল
গুপ্ত, গুয়াহাটি : আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ
প্রস্তাব গ্রহণ করা হয়। যারা এই
সমাজের সার্বিক বিকাশে বিভিন্ন
ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন তাদের উৎসাহ দেওয়ার
লক্ষ্যে অসম রত্ন পুরস্কার আগেই ঘোষণা করা হয়েছিল। আজ ক্যাবিনেট বৈঠকে আরও তিনটি পুরস্কার ঘোষণা করা হয়। অসম বিভূষণ
পুরস্কারের মূল্য ৫ লাখ
তিন জনকে দেওয়া হবে। অসম ভূষণ পুরস্কার ৫ জনকে দেওয়া হবে। পুরস্কার মূল্য ৩ লাখ, অসম শ্রী পুরস্কার ১০ জনকে
দেওয়া হবে।









কোন মন্তব্য নেই