Header Ads

দিব্যাঙ্গদের স্বার্থে চালু করা হলো মডেল ঠিকা কেন্দ্র

সানি রায়, শিলচর : শিলচরের সক্ষম সাউথ আসাম এনজিওর উদ্যোগে ও কাছাড় জিলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর গভারমেন্ট গার্লস হাই সেকেন্ডারি স্কুলে সক্ষম দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য একটি মডেল কোভিড ভ্যাকসিন কেন্দ্র চালু করা হল আজ । সোমবার এই মডেল ভ্যাকসিন কেন্দ্রটি উদ্বোধন করেন জেলাশাসক কীর্তি জল্লি। জেলাশাসক বলেন যে জেলার চালু সবকয়টি ভ্যাকসিন কেন্দ্রে দিব্যাঙ্গ ব্যক্তি, সিনিয়র সিটিজেন এবং মহিলাদেরকে  ভ্যাকসিন দেওয়ার সময় অগ্রাধিকার দিতে প্রশাসন থেকে নির্দেশ রয়েছে। তবু ও দিব্যাঙ্গ জনদের জন্য সুযোগ সুবিধা সম্বলিত গভমেন্ট গার্লস হাই স্কুলের এই কেন্দ্রটিতে আগামী ১০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সিইও এলডেড ফারহিম  স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক বিমল জ্যোতি শিকদার এবং  স্বাস্থ্যবিভাগের ডিএমই সুমন চৌধুরী ও অংশ নেন। এদিন এনজিওর পক্ষে সামিল ছিলেন সাধারণ সম্পাদক মিথুন রায়, প্রচার সম্পাদক রাহুল শীল, অনুপম পাল,জুহি দেব, রুদ্রাণী দাস সহ অনেক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.