Header Ads

দেশে করোনা সংক্রমণ কমে দাঁড়াল মাত্র ৮৬ হাজার ৪৯৮ জন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে ৬৬ দিনে করোনা সংক্রমণ লাখের নীচে নামলো। গত ২৪ ঘন্টায় মাত্র ৮৬ হাজার ৪৯৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। সুস্থতার হার ৯৪.২৯ শতাংশ। দেশে কমেছে ৯৭ হাজার ৯০৭ জন। দেশে মৃত্যু হয়েছে তিন লাখ ৫১ হাজার ৩০৯ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪৭৩ জন। রাজধানী নয়াদিল্লি সহ অনেক রাজ্যে লকডাউন তুলে দেওয়া হয়েছে বা শিথিল করা হয়েছে। ১৫ জুনের পর অসম, পশ্চিমবঙ্গে লকডাউন তুলে দেওয়ার সম্ভবনা। অনেক টাল বাহানার পর সুপ্রিমকোটের কড়া আদেশের পর প্রধানমন্ত্রী দেশে ১৮ থেকে ৪৪ সাল পর্যন্ত বয়সের সব মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা করেছেন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, দেশে সার্বিক কোভিড পরিস্থিতি ভালো হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন এই ঘোষণা চারমাস পরে কেন হল? অনেকে প্রাণ দিলেন। করোনার তৃতীয় ওয়েভ আসছে এই সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা, শিশুদের  আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি। পাটনা এইমসর পর দিল্লি এইমস ২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে কভাকশিনবর ট্রায়াল শুরু করেছে। ভারত বায়োটেকের তৈরি এই টিকা দেওয়ার সবুজ সংকেত দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আগস্টে ভারতে আসতে পারে হায়দরাবাদের  সংস্থা বায়োলজিক্যাল এই টিকা  কর্বেভ্যাক্স। ডিসেম্বরের  মধ্যে এদেশে ৩০ কোটি ডোজ উৎপাদিত হবে। দুটি  টিকার দাম পরবে মাত্র ৪০০ টাকা। কোভিশিল্ড একটি টিকার দাম ৩০০ থেকে ৪০০ টাকা। রাশিয়ার স্পুটনিক ভি-র  দাম পড়বে হাজার টাকার মত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.