বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর সঙ্গে বিধানসভা রিপোর্টার কমিটির সৌজন্যমূলক সাক্ষাৎকার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী আজ নিজের চেম্বারে বিধানসভার রিপোর্টার্স কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন। তাদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।তিনি জানান, আগামী ১২ জুলাই বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে, চলবে ১৩ আগস্ট পর্যন্ত। তিনি বলেন,
বিধানসভার নতুন ভবনে অধিবেশন বসবে না। পুরানো ভবনেই অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ রাজ্যের নিউজ পোর্টালের সাংবাদিকদের জন্যে বিধানসভার চত্তরের বাইরে বসে যাতে অধিবেশন কভার করতে পারে তার ব্যবস্থা করার কথা বলেন। এই পোর্টালের সাংবাদিকদের সরকার এখনো অনুমোদন জানায়নি।
কোন মন্তব্য নেই