Header Ads

উদালিতে ডাক্তার সেউজ কুমার সেনাপতিকে মারধোর, প্রতিবাদে রাজ্যে ডাক্তারদের আন্দোলনের সময়সীমা বৃদ্ধি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :জাই জেলার উদালি  কোভিড মডেল হাসপাতালে গতকাল  ডা সেউজ কুমার সেনাপতিকে দুস্কৃতিরা  ঘিরে ধরে প্রচন্ড মারপিট   করার অপরাধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে বসেই কড়া অবস্থান গ্রহ করে  স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে রাতেই ঘটনাস্থলে যাবার নির্দেশ দেন। গুরুতর আহত ডাক্তারকে নগাঁ সিভিল  হাসপাতাল থেকে রাতেই গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের ডাক্তাররা প্রতিবাদে আজ সবাই বুকে  কালো ব্যাজ পরিধান করে আজ রাজ্যে  আউট ডোর বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যিক ডাক্তার  অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়ে  কেন্দ্রীয়   সরকারের কাছে প্রতিবাদ পত্র পাঠিয়েছে বলে জানা গেছে। উদালিতে এক রোগীর মৃত্যুর পর পরিবার পরিজন উত্তেজিত হয়ে ডাক্তারকে মারধোর করে। মুখ্যমন্ত্রী দিল্লি থেকে কড়া নির্দেশ দিয়ে বলেছেন,  এই পরিস্থিতিতে  ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কোভিড রুগীদের সেবা করছেন, তাদের ওপর কোনো ধরনের  অত্যাচার হলেই পুলিশকে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঢিলেমি বরদাস্ত করা হবে না। এডিজিপি জি পি সিং টুইট করে বলেছেন, প্রধান দুস্কৃতিকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায়  হাসপাতালের বেডে শুয়ে   ডাক্তার সিউজ কুমার সেনাপতি অভিযোগ করেন বেলা দেড়টা থেকে তার ডিউটি ছিল, একজন এসে অভিযোগ করেন, তার রোগী  প্রস্রাব করছে না, তিনি  এক নার্সকে সঙ্গে ক্যাথিতার  নিয়ে  যেতে বলেন। সেই  বেডের কাছে গিয়ে দেখেন রুগী ইতিমধ্যে মারা গেছেন। সেখানেই নার্সকে আক্রমণ করে জানলা দরজা ভাঙা শুরু হয়। তাকে চেম্বার থেকে বার করে এনে   স্টিলের থালাচপ্পল, লাঠি দিয়ে   হাসপাতালের মধ্যে এমনকি বাইরেও  আক্রমন করে। তার মাথায় আঘাত করা হয়।  ভিডিওতে  স্পষ্ট দেখা যাচ্ছে এক পুলিশ সেখানে ছিল। একজন বলছে, "আর মেরো না, আর মেরো না। "সেই ভিডিওতে দেখা গেল এক মহিলাও ডাক্তারকে মারছে। রাজ্যে কোভিড উদ্ভুত  পরিস্থিতিতে এই ধরনের দুর্ভাগাজনক ঘটনা এই প্রথম ঘটল। এআই ইউ ডি এফের প্রধান বদরুদ্দীন আজমল  উদালির ঘটনায় তীব্র নিন্দা করে  অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ  গ্রহণের দাবি জানান।রাজ্যে মাদক বিরোধী অভিযানকে   সমর্থন করে বলেন মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন মাদক যুব প্রজন্ম কে ধ্বংস করে দিচ্ছে। এদিকে উদালির এই ঘটনায় রাজ্যের ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীরা আন্দোলন চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বলেছেন ডাক্তার ,নার্স,স্বাস্থ্য কর্মীদের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না।এই  ঘটনায় 24 জনকে আটক করা হয়েছে।অসম ডাক্তার এসসিয়েশন আন্দোলন 72 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে।সাংবাদিক সন্থা জাফার সভাপতি  অভিদ্বীপ চৌধুরী    উদালির ঘটনায়  অপরাধীদের  কঠোর  শাস্তি দাবি করেছেন।হায়দরাবাদে  আইন কলেজের ছাত্রী  প্রথমা দত্ত  রায় গুয়াহাটি হাই কোর্টে   জনস্বার্থ সম্পর্কিত এক রিট আবেদন দাখিল করে উদালির ডাক্তার নির্য্যতনের  ঘটনা হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করে  দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.