বাতিল সি বি এস ই দ্বাদশ শ্রেণী পরীক্ষা, সি আই এস সি ই পরীক্ষাও বাতিল
দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে অনিষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যাযের বৈঠকে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হল না। অসমে দু’এক দিনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী রোনজ পেগু জানান। তিনি কলেজের টিউটর সহ প্রাথমিক পর্যায়ের ১১,১৩৫ জনের পারিশ্রমিক মঞ্জুর করেন। তিনি এবং অর্থমন্ত্রী অজন্তা নেওগ জানান, মুখ্যমন্ত্রীর এক লক্ষ চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সব বিভাগের শূন্য পদগুলির তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগ কর্তৃপক্ষকে।
কোন মন্তব্য নেই