কোভিড পর্যালোচনা সভা হাইলাকান্দিতে
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : আজ ১ই জুন অসমের মন্ত্রী এবং হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জেলার কোভিড পরিস্থিতি নিয়ে জেলা আধিকারিকদের সাথে দীর্ঘ আলোচনা করেন। ডিসি কনফারেন্স রুমে এই সুদীর্ঘ আলোচনায় জেলা পুলিশ সুপার,বিরোধী দলের বিধায়কগণ সহ উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার,সাংসদ প্রতিনিধি সুরজ সেন,জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে মুন স্বর্ণকার আমাদের প্রতিনিধিকে জানান যে আজকের এই সভায় সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে যাতে সকলে নিজ নিজ এলাকায় কোভিড ভ্যাকসিন সমন্ধে জন সচেনতার ব্যবস্থা করেন। তাছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান সাহায্যে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার করাতে দৃষ্টি আকর্ষণ করতে হবে। জেলার হাসপাতাল ও কোরেন্টাইন সেন্টারগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিনিয়ত স্যানিটাইজিং করার জন্য নেত্রী বিভাগীয় প্রধানদের আবেদন রাখেন। নেত্রী আলগাপুরের দলীয় নেতাকর্মীদের অনুরোধ করেন যেকোনো ধরনের সমস্যায় সাহায্যে ও সহযোগিতায় উনার সাথে যোগযোগ করতে যেন কেউই ত্রুটিবোধ না করেন।
কোন মন্তব্য নেই