জি এস টি বৈঠকে অমিত মিত্রকে অপমান করা হয়েছে অভিযোগ মমতার
কলকাতা : পশ্চিমবঙ্গের
অর্থমন্ত্রী অমিত মিত্র করোনা প্রতিশেধক
ও অন্যান্যের উপরে
জি এস টি লাগু না করার দাবি জানানো গিয়ে মাইক্রোফোনের
সুইচ অন করে বলতে শুরু করতেই
লাইন কেটে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ
করেছেন। জি এস টি পরিষদ কর্তৃপক্ষ জবাবে জানিয়েছে ওই সময় প্রযুক্তিগত ত্রুটির
জন্যে তার বক্তব্য শোনা
সম্ভব হয়নি। অমিত মিত্র অবশ্য তা মানতে রাজি হননি।
কোন মন্তব্য নেই