"অঙ্কল জি আর ফিরবেন না" পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর
কলকাতাঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর অভিযোগ করেছেন
পশ্চিমবঙ্গে বিজেপি এবং বিরোধী দলের জীবন সম্পত্তির নিরাপত্তা নেই।
প্রকৃত ছবি চেপে যাচ্ছে মমতা সরকার। নির্বাচন পরবর্তী হিংসা
এখনো চলছে। তিনি
কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করতে দিল্লি গেছেন। এই দিল্লি যাওয়াকে
কেন্দ্র করে সাংসদ মহুয়া মৈত্র রাজ্য পালকে আঙ্কল
জি বলে সম্বোধন করে বলেছেন "আঙ্কলজি আর পশ্চিমবঙ্গে
ফিরবেন না।" এর আগে বিজেপি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে প্রধানমন্ত্রীকে বলেছেন "পশ্চিমবঙ্গে মানুষের জীবন সম্পত্তির
নিরাপত্তা নেই। বিজেপি কর্মী নেতাদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা
হচ্ছে।" কেন্দ্রীয় সরকার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ক্যাবিনেট মন্ত্রী করতে
পারেন। অসমের
প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়ালকে ডোনার মন্ত্রী
করার কথা চলছে।
কোন মন্তব্য নেই