Header Ads

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা পরীক্ষা হবে না

অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যে  করোনা  পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পোজিটিভিটির হার কমেনি এই অবস্থায় সরকার মাধ্যমিক উচ্চমাধমিক এবং মাদ্রাসা পরীক্ষার দিন স্থির করার ঝুঁকি নেবে না। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট  কমিটির বৈঠকে এই   সিদ্ধান্ত গ্রহণ করে সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করা হয়  আগামী ১৮ জুন  শিক্ষামন্ত্রী  সবার সঙ্গে আলোচনা করে  কোভিড উদ্ভুত  পরিস্থিতি  পর্যলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত  নেবেন। আজ ক্যাবিনেট রাজ্যে অতিরিক্ত চারটি  ফরেনসিক লেবরেটোরি  স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। দক্ষিণ অসমের  শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাদপাতাল, তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং নিম্ন অসমে বঙাইগাও সিভিল হাসপাতালে এই  ল্যাবরেটরি  স্থাপন করা হবে। রাজ্যে অপরাজনিত  কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষিতে এই  বিজ্ঞানভিত্তিক ল্যাবরেটরি স্থাপনের প্রয়াজন আছে। আজ ক্যাবিনেট মহিলা ও  শিশুদের  সার্বিক পরিপূরক পুষ্টিকর  খাদ্য  সরবরাহ যাতে সুস্থির থাকে  তাই সমাজ কল্যাণ বিভাগ  সোজাসুজি ফুড  কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে  খাদ্য শস্য ক্রয় করবে।  প্রতি কেজি ৩০ টাকা কেজি দরে চাল  কেনা হত এখন ২২ টাকাতে  পাওয়া যাবে। বাড়তি  টাকায়  অতিরিক্ত পুষ্টিকর আহার সামগ্রী কেনা যাবে বছরে  বাড়তি ৫০ কোটি টাকা  হাতে আসবে। এর জন্যে কোনো সিলিং  ব্যবস্থা থাকবে না। সরকার তাদের  বাড়তি টাকায় শিশু মহিলা কল্যাণে অন্যান্য পুষ্টিজাতীয় সামগ্রী  কেনার  সুযোগ পাবে।  আজ  সমাজ কল্যাণ বিভাগের  ৫৫ জন সুপার ভাইসরকে  সি ডি পি ও পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ  নারায়ণপুর মাধবদেব বিশ্ব বিদ্যালয়, মাজুলিতে সাংস্কৃতিক বিশ্ব  বিদ্যালয়, গোলাঘাটে  সতী সাধনী বিশ্ব বিদ্যালয় এবং হজাইয়ে রবীন্দ্র নাথ ঠাকুর বিশ্ব বিদ্যালয়কে বিধিগতভাবে অনুমোদন জানানো হয়। এরপর বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে   বিশ্ব বিদ্যালয় পরিচালনাতে  কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না।  যে সব পরিবারে পৃথকভাবে টয়লেট নেই,  সেই সব বাড়িতে  কোনও কোভিড রুগীকে হোম  কোয়ারেন্টিনের অনুমতি দেওয়া হবে না। কোভিড হাসপাতালে গিয়ে চিকিৎসা  করতে হবে। আজ ক্যাবিনেট এই প্রস্তাবও গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.