Header Ads

মুখ্যমন্ত্রী ধলপুর শিব মন্দিরে পূজা দিলেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ দরং জেলার সিপাঝাড় গরুখুটি অঞ্চলে ঢলপুর শিব মন্দির  পরিদর্শন করে পূজা দেন। এই প্রাচীন মন্দির সংলগ্ন এলাকা উচ্ছেদ অভিযান চালাবার নির্দেশ দেন। এই প্রত্যন্তর অঞ্চলে তিনি নৌকায় চড়ে  সেখানে যান। তিনি মন্দির পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্ৰী  আজ বি টি আর পর্যলোচনা করেন। ৪০৩৬  এন  ডি এফ বি  ত্মসমর্পণকারদের  ১৬০ কোটি টাকার পুনর্বাসন  প্যাকেজ ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.