সুপ্রিমকোর্ট সাংবাদিক রক্ষাকবচকে অগ্রাধিকার দিয়েছেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সুপ্রিমকোর্ট দেশের সাংবাদিকদের রক্ষা কবচের ওপর
জোর দিয়ে বলেছে, ভিন্ন
মত প্রকাশ করা রাষ্ট্রদ্রোহিতা নয়। দেশের সমস্ত সাংবাদিকের
রক্ষা কবচের অধিকার আছে। সুপ্রিম কোর্ট ১৯৬২ সালের
কেদারনাথ সিংহ মামলায় এই রায় দিয়েছিল। গত ৩ জুন
প্রবীণ সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা খারিজ করে এই রায় দেন। তিনি
কেন্দ্রের কোভিড মোকাবিলার ব্যার্থ্যতা
তুলে ধরেছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ
ললিত, ও বিচারপতি বিনীত সরণের
বেঞ্চ এই রায় দেন। দেশে বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ঝুলছে।









কোন মন্তব্য নেই