Header Ads

পশ্চিমবঙ্গে মুখ্যসচিবকে নিয়ে রাজনীতি, ঘূর্ণীঝড়ের দুর্গতদের ত্রাণ নেই

কলকাতা : পশ্চিমবঙ্গে ইয়াস  ঘূর্ণিঝড় দুর্গত  মানুষ  বিপর্যস্ত, আর  সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে  কেন্দ্র করে রাজ্য কেন্দ্র তীব্র   সংঘাত শুরু হয়েছে। ত্রাণ নিয়ে রাজনীতিও চরমে।  অবসরে গ্রহণের পরও কেন্দ্র  বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে এবং রাজ্যপাল জগদীপ  ধনকরের একটি টুইটবার্তা পরিস্থিতিকে আর ঘোরালো করেছে। তিনি  মে তারিখকে  "ব্ল্যাক  ডে" বলে উল্লেখ করে বলেছেন, রাজ্যের মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট করেছেন।  কেন্দ্র শোকজ নোটিশে বলেছে,  মুখ্যসচিব প্রধানমন্ত্রীর  ত্রাণ নিয়ে জরুরি বৈঠক বয়কট করেছেন। বিজেপির   শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্গত মানুষ ত্রাণ পাচ্ছে না এই সময় এই কেন্দ্র রাজ্য  সংঘাত  চললে রাজ্যবাসীর ক্ষতি হবে। সাংসদ সুখেন্দু  শেখর রায় অভিযোগ করেছেন কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.