দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ ন্যাপকিন, শিশুখাদ্যকে অত্যাবশ্যক সামগ্রী হিসাবে গণ্য
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : তেজপরের কন্যা ময়ূরী
ভট্টাচার্য রাজ্যের প্রাকৃতিক
দুর্যোগ প্রশমন বিভাগকে
এক চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ শিবিরে
ঠাঁই নেওয়া মহিলা শিশুদের সব চেয়ে বেশি কষ্ট
হয়। তাই এই সময়ে মহিলাদের ন্যাপকিন এবং শিশু খাদ্যকে
অত্যাবশ্যকীয় সামগ্রী হিসাবে গণ্য করে বিনা মূল্যে সরবরাহ করা হয়। দুর্যোগ
প্রশমন বিভাগ এই প্রস্তাব মেনে নিয়েছে। ময়ূরী সরকারকে
অভিনন্দন জানিয়ে বলেছেন, সারা দেশে যেন এই
সামগ্রীকে অত্যাবশ্যক হিসাবে
গন্য করা হয়।
কোন মন্তব্য নেই