জুরিয়াতে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ
সুনীল
রায়, নগাঁও : খবর সংগ্ৰহ
করতে যাওয়া একাংশ সাংবাদিককে গতকাল জুরীয়ার কাছে বগরিগুরী গাঁও পঞ্চায়তের
সভাপতি রিয়াজুল হক ওরফে বাবুল এবং তার গুন্ডা বাহিনীয়ে আক্রমণ করা ঘটনার
বিরুদ্ধে আজ সাংবাদিকরা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। আজ জুরীযা প্রেছ ক্লাব, সংবাদ
ক্লাব এবং সংখ্যালঘু সংগ্ৰাম পরিষদের নেতৃত্বে স্থানীয়
সাংবাদিকরা কাল ব্যাজ পরিধান করে দোষীকে করাযত্ব করার
দাবীতে পুলিশ থানার সম্মূখে কোভিড
প্রটকল রক্ষা করে প্রতিবাদ সাব্যস্ত করে। উল্লেখ্য যে চতুর্দশ বিত্তীয আয়োগের
১৪লাখ টাকার একটি নালা নির্মাণ কার্য সম্পূর্ণ না হতে কয়েকদিন পূর্বে ভেঙ্গে
পরেছিল। যার
তদন্তের জন্য গতকাল বিকালে উপস্থিত হয়েছিল নগাঁও জেলা পরিষদের মূখ্য কার্যবাহী
বিষয়া অরূপ কুমার শর্মা এবং ভারপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা প্রণব নাথ ও তদন্তকারী অফিসারসহ
দু-জন ঘুরে
যাওয়ার পর পঞ্চায়েত সভাপতির উন্মত্ত বাহিনী আক্রমণ করেছিল একাংশ সাংবাদিককে। এর শিবেন্দু বরা নামের সাংবাদিক গুরুতরভাবে
আহত হয়েছিল। আক্রমণকারী দলটিতে ছিল পঞ্চায়েত সভাপতি রিয়াজুল ছাড়াও
আনারুল ইসলাম, নাজিরুল ইসলাম, যাছিম আক্রম, সাইদুর
রহমান, ছাইফুল ইসলাম, আবুল
হুছেইন, আবু নছরযাহিদকে ধরে একাংশ লোক। তাদের বিরুদ্ধে
পুলিশ থানাতে এজাহার দাখিল করা হয়েছিল। পুলিশে ঘটনার তদন্ত অব্যাহত রাখার সাথে
আক্রমণকারী দলটির একজনকে রাতে পুলিশে আটক করেছিল যদিও মৃল অভিযুক্ত তথা গ্ৰাম
পঞ্চায়েত সভাপতি বাবুলকে করায়ত্ত
করতে সক্ষম হয়নি সাংবাদিক আক্রমণের
সঙ্গে জড়িত সকলকে অতি শীঘ্রই গ্ৰেপ্তার না করলে
পরবর্তী সময়ে তীব্র গণতান্ত্রিক প্রতিবাদী আন্দোলন কার্য্যসূচি গ্ৰহণ করা হবে বলে জুরীযা প্রেছ ক্লাবের সভাপতি বাবুল
শইকিয়া এবং সংবাদ ক্লাবের ফাইজুল হকে হুমকি
দিয়েছেন।
কোন মন্তব্য নেই