Header Ads

বরাকে এখনো কয়লা সিন্ডিকেট চলছে?

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সেদিন বলেন,  দুর্নীতির ক্ষেত্রে জিরো  টলারেন্স নীতি  নিয়ে সরকার চলবে। সরকারের এক মাস  পরেও কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ  আজ প্রকাশ্যে  সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বরাকে  কয়লা সিন্ডিকেট  রমরমিয়ে চলছে। বিজেপি  বিধায়ক  কৃষ্ণেন্দু পাল জড়িয়ে আছে অর্থ সংগ্রহ করেন। প্রতিদিন ৪০/৫০ টি ট্রাক   করিমগঞ্জ  জেলা অতিক্রম করে। "বিধায়ক পাল  পুরকায়স্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, কয়লা সিন্ডিকেটে জড়িত কয়েকজনকে ধরিয়ে দেবার পর   তাদেরকে ছাড়িয়ে আনার জন্যে পুলিশ থানায় গিয়েছিল। সিন্ডিকেটে জড়িতদের পক্ষ্যে তদবির করে।" এর পর তার মুখে কয়লা সিন্ডিকেটের কথা  মানায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.