Header Ads

করোনা ভ্যাকসিন নিলে মৃত্যুর হার মাত্র ০.০০০২ শতাংশ, বললেন স্বাস্থ্য মন্ত্রক

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে  করোনা  সংক্রমণের হার দ্রুত হ্রাস পাচ্ছে।  তৃতীয় ওয়েভ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেন্দ্রীয়   স্বাস্থ্যমন্ত্রক এমনটাই দাবি করেছে। স্বাস্থ্যমন্ত্রক বলছে, দেশে  দুটি ভ্যাকসিন নিলে  মৃত্যুর হার  শূন্যরও তলে। ০.০০০২  শতাংশ মাত্র। এই প্রথম  গতকাল   এদেশে একজন বৃদ্ধ  ৬৮  বয়সে দুটি ভ্যাকসিন নেওয়ার পর মারা গেছেন, তা ব্যাতিক্রম এবং বিচ্ছিন্ন ঘটনা। এই এফ আই এর ম্যানেজিং ডিরেক্টর এনকে আরোরা   সংবাদ মাধ্যমকে বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।  নীতি আয়োগের স্বাস্থ্য সম্পর্কীয় উপদেষ্টা  ভি কে পল বলেন, চিন্তার কিছু নেই। দেশের সামগ্রিক স্বাস্থ্য চিত্র ভালো হচ্ছে। ওই ব্যক্তি অন্যান্য রোগে  ভুগ ছিলেন। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা কমে  দাঁড়িয়েছে ৬২ হাজার ১৭৬ জন। এই সময় মৃত্যু হয়েছে হাজার ৫৩৯ জনের। অসমে ২৪ ঘন্টায় ৩৪১৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্য হয়েছে ৩৪ জনের। অসমে আজ থেকে লকডাউন শিথিল করা হয়েছে। তবে বরাক, তিনসুকিয়া, ডিব্রুগড়, শোণিতপুর, নগাঁও  এই পাঁচ জেলার পরিস্থিতি ভাল নয়। আগামী ২২ জুন পর্যন্ত আন্তজেলা  পরিবহন বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ লকডাউন শিথিল করা হয়েছে। দূরপাল্লার ট্রেন চালানোর চেষ্টা চলছে। কেন্দ্র জানিয়েছে ভ্যাকসিন নিতে গেলে অনলাইনে নাম রেজিস্ট্রি করার প্রয়োজন নেই। যেকোন সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.