জনসেবায় পদবী নয়, প্রয়োজন মানবিকতার : মুন স্বর্ণকার
নয়া ঠাহর প্রতিবেদন, আলগাপুর : হাইলাকান্দি জেলার জানকিবাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে বিগত কয়েকদিন যাবৎ বিদ্যুৎ পরিসেবা বন্ধ ছিলো। কোভিড পরিস্থিতিতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েন এলাকাবাসীরা। যেসব ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস চলছিল মোবাইলে চার্জ না থাকায় সেটাও বন্ধ ছিলো। একদিকে আংশিক লকডাউন তারমধ্যে নেই বিদুৎ জনগণের নাভিশ্বাসের উপক্রম। স্থানীয় বিধায়ক নিজাম উদ্দিনের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি। প্রতিবারের মতোই বিধায়ক এবারও ব্যার্থ হয়েছেন। তখন কিছু এলাকাবাসী বিষয়টি নিয়ে দ্বারস্থ হন বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের কাছে। নেত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মোবাইলযোগে সাংসদ ও বিভাগীয় আধিকারিক দের সাথে যোগাযোগ করেন। যার ফলে আজ উক্ত এলাকার জন্য একটি ট্রান্সফরমার মঞ্জুর করা হয়,এবং নেত্রী নিজে উপস্থিত থেকে এটিকে প্রতিস্থাপিত করেন। যার ফলে উক্ত এলাকার শতাধিক মানুষ বিজেপি সরকার ও মুন স্বর্ণকার কে ধন্যাবাদ জানান। আজকে নেত্রীর সাথে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি সুরজ সেন,আলগাপুর মন্ডল সভাপতি বিধান চন্দ, জেলা যুব মোর্চা সভাপতি সঞ্জয় রায় সহ অন্যান্য নেতা কর্মীরা।
কোন মন্তব্য নেই