দেশের ৬৩ শতাংশ মানুষ বলছে মোদি করোনা পরিস্থিতি ভালভাবে সামলাচ্ছেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের ৬৩.১ শতাংশ মানুষ মনে
করেন করোনা উদ্ভুত জটিল পরিস্থিতি সামলাতে দ্বিতীয় কোনো উপযুক্ত মানুষ
নেই। রাহুল গান্ধীকে সমর্থন করেছেন ২২ শতাংশ মানুষ। বিজেপির ৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সি ভোটারের সার্ভেতে এমনই তথ্য উঠে এসেছে। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের প্রায় দেড় লাখ মানুষের মতামতের ভিত্তিতে এই সার্ভে চালানো
হয়। দেশের মানুষ বলেছে, মোদি সরকারের বড় সাফল্য সংবিধানের ৩৭০ ধারা বাতিল। করোনা
মোকাবিলা করতে না পারাকে এই সরকারের বড় ব্যর্থতা বলা হয়েছে। ২০ হাজার কোটি টাকার
সেন্ট্রাল ভিস্তা নির্মানকেও দেশের মানুষ ভালভাবে মেনে নেয়নি। এর পরেও জনপ্রিয়তার
নিরিখে দেশের অধিকাংশ মানুষ সেই নরেন্দ্র মোদিকেই চাইছেন। ৬৩ শতাংশ মানুষ তাঁর
পক্ষেই মত দিয়েছেন।
কোন মন্তব্য নেই