Header Ads

দেশে করোনার তৃতীয় ওয়েভ আসবে দেড় দু মাসের মধ্যে : এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনার তৃতীয় ওয়েভ আসতে পারে দেড় দু-মাসের মধ্যে। দিল্লি এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সংবাদ সন্থার কাছে এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা শোনান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার  যদি ব্যাপকহারে ভ্যাকসিনের ব্যবস্থা করে তবে  দেশের মানুষ যদি  মাস্ক পড়ে দূরত্ব বিধি  মেনে কোভিড প্রটোকল  মেনে চলে তবে  তৃতীয় ওয়েভ আটকানো যেতে পারে। কারণ দেশের অধিকাংশ মানুষ  সজাগ নয়। হাটে বাজারে ভিড় জমাচ্ছে লকডাউন, কারফিউ মানছে না।  কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার  দেশের প্রতিটি রাজ্যকে জরুরি চিঠি পাঠিয়ে  একই সতর্ক বার্তা দিয়েছেন। একমাত্র কোভিড প্রটোকল মেনে এবং ব্যাপক হারে টিকাকরণ ও টেস্টিং করে তৃতীয় ওয়েভ মোকা বিলা  করা যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.