Header Ads

নগাঁও প্রেস ক্লাবকে বিধায়ক রূপক শর্মা অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন

সুনীল রায়, নগাঁও : আজ নগাঁও সদর  কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা  নগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নগাঁওয়ের সাংবাদিক তথা তাদের পরিবারের ব্যবহারের উদ্দেশ্যে একটি অক্সিজেন কনসেনট্রেটর সাথে সাংবাদিকদের মধ্যে এন৯৫মাস্ক, হেন্ড সেনিটাইজার‌ বিতরণ করে। নগাঁও প্রেস ক্লাবের সভাপতি কনক হাজারিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিধায়ক রূপক শর্মায় কোভিড সৃষ্টি জটিল পরিস্থিতিতে সাংবাদিকদের তুলে ধরা সেবার বিষয়ে উল্লেখ করে বিধায়ক শর্মা বলেন, "করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সংগ্ৰামে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে জনসাধারণের হিতার্থে নিরবচ্ছিন্নভাবে কর্তব্য পালন করা জরুরিকালীন সেবার সাথে জড়িত যোদ্ধাদের সাথে সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধু সকলের ত্যাগকে আমাদের স্বীকার করি। সমান্তরালভাবে তাদের নিরাপত্তার দিকটির প্রতিও লক্ষ্য রাখতে হবে। সাম্প্রতিক সময়ে কোভিড-১৯কে প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে মাস্ক এবং ছেনিটাইজার ব্যবহার করা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা বর্তমান কোভিড মহামারীর এই জটিল পরিস্থিতিতে একজন কোভিড যোদ্ধারূপে অর্বতীন হয়ে আসছে। তিনি সাংবাদিকের নিরপত্তা এবং প্রাপ্য অধিকারের বিষয়টির সম্পর্কে বিধানসভাতে উত্থাপিত করার কথাও উল্লেখ করেন। একই সাথে অনুষ্ঠানে সাংবাদিকদের অন্যান্য সমস্যা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন কয়েকজন সাংবাদিক। অনুষ্ঠানে নগাঁও প্রেস ক্লাবের সম্পাদক ভাস্করজ্যোতি মেধি, চন্দনজ্যোতি বরা ছাড়াও নগাঁওয়ের প্রায় সংখ্যক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.