পিতার বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন পুত্র ঋষি
দেবকিশোর চক্রবর্তী, কলকাতা : শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে লেখা
প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের একটি চিঠি প্রকাশ্যে আসে। সেই চিঠিতে শোভন
চট্টোপাধ্যায় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপত্তার সুপারিশ করেছেন
কলকাতা পুলিশের কাছে। আর তর পরই তীব্র কটাক্ষ করে পিতার সমালোচনা করেছেন শোভন
পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায় ওরফে ঋষি। তিনি বলেন, ‘‘আমি একটা কথাই জানি, জনপ্রতিনিধি হিসেবে মানুষের
আশা-আকাঙ্কা রাখেননি শোভন চ্যাটার্জি। উনি একজন স্বার্থপর মানুষ। শুধু নিজের কথা
ভাবেন। নিজের প্রেমজীবন নিয়েই ব্যস্ত।’’
শোভনের দায়িত্বজ্ঞানহীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "শোভন চ্যাটার্জি তো
নিজেকে আইনজীবী বলেন পরিচয় দেন। তা তাকে একবার সংবিধান খুলে চোখ ঝালিয়ে
নিতে বলুন। তিনি কী ভাবেন যে বাংলার ৭ কোটি মানুষ ওঁর এই ড্রামা বিশ্বাস করে
নেবেন। এটা হতে পারে না।’’
ভোটের আগেও বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন ঋষি। তিনি তখন
প্রকাশ্যে পিতাকে কটাক্ষ করে বলেছিলেন যে, বাড়িতে না আসুন, বৈশাখীর সঙ্গেই থাকুন, অন্তত রাজনীতিটা ঠিক করে
করুন।
প্রসঙ্গত উল্লেখ্য, একেবারে জামাই ষষ্ঠীর দিন নিজেদের সম্পর্ক কোনো
রাখঢাক না করেই প্রকাশ্যে নিয়ে আসেন শোভন-বৈশাখী। আর এর প্রমাণ স্বরূপ নিজের
সমস্ত সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে করে দেওয়ার কথা ঘোষণা করেন শোভন
চট্টোপাধ্যায়। আর তার পরই 'বান্ধবী’র সুরক্ষার জন্য আবেদন করেন কলকাতা পুলিশ কমিশনারের কাছে।
তিনি অভিযোগ করেন যে, সমস্ত সম্পত্তি বৈশাখীর নামে করে দিয়েছেন বলে তাঁকে খুনের
পরিকল্পনা করছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।
আর এরপরই পিতার বিরুদ্ধে মুখ খুলেছেন পুত্র। তিনি সম্পত্তির
লেনদেন সংক্রান্ত গোটা ঘটনাকেই ‘নাটক’ বলে উল্লেখ করেছেন।
তিনি ব্যঙ্গ করে বলেন, ‘‘বৈশাখীর হাতে নাকি পাওয়ার
অব অ্যাটর্নি! বৈশাখী নাকি তাঁর সব সম্পত্তির অধিকারিণী! সাধারণ মানুষ এতটাই বোকা
বলে কী ধারণা করেন নাকি শোভন-বৈশাখী!
কোন মন্তব্য নেই