শিলং রিলবং গণেশ মন্দির কমপ্লেক্সে সোমবার, মঙ্গলবার ভ্যাকসিন প্রদান
নয়া ঠাহর প্রতিবেদন, শিলং : শিলং রাজধানী শহরে রিলবং গণেশ মন্দির কম্পলেক্সে সোমবার আর্ন্তজাতিক যোগ দিবসে ভ্যাকসিন প্রদান করা হবে। মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী বিশিষ্ট সাংবাদিক মানস চৌধুরী একথা জানান। তিনি বলেন, সকাল ১০টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে। মঙ্গলবারও এই কাজ চলবে। প্রায় ৬০০ জনকে এই সুবিধা দেওয়া হবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই