Header Ads

মারিয়ানির কংগ্রেস বিধায়ক রূপ জ্যোতি কুর্মি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন

অমল গুপ্ত, গুয়াহাটি : কংগ্রেস দলকে বড় ধাক্কাদলের   "হাইপ্রোফাইল" বিধায়ক  রূপজ্যোতি কুর্মি আজ বিধানসভার অধ্যক্ষ  বিশ্বজিৎ দৈমারীর কাছে পত্যাগপত্র পেশ করে  কংগ্রেস ছাড়লেন। মরিয়ানীর  কংগ্রেস বিধায়ক কুর্মি ইতিমধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। কংগ্রেস  পরিষদীয় দল নেতা দেবব্রত ইকিয়া  প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দলের বড় ক্ষতি হবে। প্রাক্তন বিধায়ক চন্দন সরকারের পুত্র বিধায়ক প্রদীপ সরকারও বলেন, দলের বিরাট ক্ষতি হল। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী জানিয়ে দিলেন, কুর্মির পদত্যাগপত্র  গ্রহণ করা হয়েছে। কংগ্রেস সভাপতি রিপুন বরা তিন জনের এক কমিটি গড়ে মারিয়ানী পাঠিয়ে কুর্মির  অভাব অভিযোগ  খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।  আজ অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র করার সময় বিধানসভাতে  মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব  জয়ন্ত  ল্ল বড়ুয়ামন্ত্ৰী পীযুষ হাজারিকা প্রমুখ উপস্থিত ছিলেন। রূপজ্যোতি কুর্মি  কংগ্রেস দলের  বিরুদ্ধে ক্ষোভ  প্রকাশ করে বলেন, চা বাগানের শ্রমিকদের কল্যাণে কংগ্রেস দল  কিছুই করেনি। বিজেপি  অনেক কল্যানমলক কাজ  করেছে। তিনি বলেন, বার বার  এআইইউডিএফের সঙ্গে সমঝোতা করার বিরোধিতা করে ছিলাম, কিন্ত তাকে গুরুত্ব দেওয়া হল না। তিনি দাবি করেন, দুজন বিধায়ক সহ বহু কংগ্রেস নেতা কর্মী বিজেপি দলে যোগ দেবেন। তিনি বরাকের  বিধায়ক কমলাক্ষ্য দে  পুরকায়স্থ  যে যোগ দেবেন বলে  ইঙ্গিত দিলেন। আগামী সোমবার লখিমপুরে  কুর্মি আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগ দেবেন। দেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন।  মুখ্যমন্ত্রীর সঙ্গে রূপজ্যোতি কুর্মির  এক সমঝোতা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। কংগ্রেস দলের প্রাক্তন  শ্রমমন্ত্রী  রুপম কুর্মির পুত্র রূপজ্যোতিকে জেতানোর জন্যে হিমন্ত বিশ্ব শৰ্মা মরিয়ানীর প্রাক্তন তৃমূল কংগ্রেস  বিধায়ক  অলক ঘোষকে  চাপ দিয়ে  বসিয়ে দেন। ঘোষ মরিয়ানি কেন্দ্রে  মনোনয়নপত্র পেশ করেছিলেন।  তিনি না বসলে  রূপজ্যোতি জিততে পারতেন না। মুখ্যমন্ত্রীর  পছন্দের  প্রার্থী রূপজ্যোতিকে  চা শ্রমিকদেরদের কল্যাণে  মন্ত্রী পদে বসাতে পারেন। চা জনগোষ্ঠীর মন্ত্রী সঞ্জয় কিষানের   সঙ্গে  রাজ্যিক মন্ত্রী  করতে পারেন। তবে কিছু একটা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.