Header Ads

অসমের সাহসিনী নীহারিকার শ্বশুর মারা গেলেন

(ছবি : সাংবাদিক  অখিল দাসের সৌজন্যে)

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটি মেডিক্যাল হাসপাতালে  মারা গেলেন  অসমের নগাঁও জেলার  রহার বাসিন্দা নীহারিকা দাসের  শশুর  থুলেশ্বর দাস।  গাড়িঘোড়া না পেয়ে করোনা  আক্রান্ত  বৃদ্ধ শশুর  মশাইকে পিঠে চাপিয়ে  নিয়ে কোভিড সেন্টারে নিয়ে যাওয়ার নীহারিকার ছবি ভাইরাল হয়েছিল।  শশুরর সঙ্গে সেও করোনা সংক্রমণে  আক্রান্ত হয়েছিল। আজ  তার রিপোর্ট নেগেটিভ হলেও  বৃদ্ধ শশুর কাল  রাতে মারা যান। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আই সি ইউ বেডের পাশেই  ভর্তি ছিলেন নীহারিকা। তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। থুলেশ্বর দাস  বলেছিলেন, পাশের বেড়ে যখন বৌমা আছে তখন সে সুস্থ হয়ে উঠবে। সে নিজেই চলে গেলেন। নিহারিকা বলেছেন, সে বড্ড একা হয়ে গেল। গ্রাম অসমের পারিবারিক জীবনে  মানবিকতার একটি  ছবি  রেখে গেলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.