Header Ads

দেশে করোনা সংক্রমণের হার দু-লাখের নীচে নেমেছে, সারটিফিকেটে মমতার ছবি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনা  সংক্রমণের হার কমে হয়েছে লাখ ১৪ হাজার, গত ২৪ ঘন্টার এই সংখ্যা, মৃত্যু হয়েছে হাজার ৬৭৭ জন। হার কমে দাঁড়িয়েছে ,৬২ শতাংশ। শনিবার দেশে কোভিড পরীক্ষা করা হয়েছে ২০ লাখের বেশি মানুষকে। জি বৈঠকে দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন  ধনী দেশগুলো বেশি হারে  ভ্যাকসিন সংগ্রহ করার ফলে ভারতের  প্রয়োজন  মিটছে না  বলে অভিযোগ  করে সহযোগিতা  কামনা করেছেন। ৪৫ সালের ওপর ব্যাক্তিদের ভ্যাকসিন নেওয়ার পর  সারটিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি  থাকছে। পশ্চিমবঙ্গে ১৮ থেকে ৪৪ বছর পর্য্যন্ত ভ্যাকসিন নেওয়া সার্টিফিকেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র ছবি থাকছে। সরকারের যুক্তি তারাই ভ্যাকসিন উৎপাদনকারীর কাছ থেকে টাকা দিয়ে কিনেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন ঘরে ঘরে যদি ধনীদের খাবার  পিরজ্জা পৌঁছানো যায় তবে কেন গরিবের  রেশন পৌঁছানো যাবে না?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.