Header Ads

কোথায় হারিয়ে গেছে জীব শ্রেষ্ট মানুষের মানবতা!

সঞ্জিত সরকার, হোজাই :  হোজাইয়ে কোভিড রোগীকে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকের উপর  প্রাণঘাতি হামলা দুষ্কৃতীকারী দলের। ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হলো চিকিৎসালয়ের আসবাব পত্র।

রাজ্যের প্রতিটি সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করা এই জঘন্য ঘটনা সংক্রান্তে পুলিশ মোট ২৮ জন দুস্কৃতিকারীকে করায়ত্ত করে হোজাই ফার্স্ট স্ট্রেক আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য তোড়জোড় প্রস্তুতি প্রায় আরম্ভ করতে চলেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মাও এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে৷ 

কথাটা হলো মানুষ কতটা পাষান হতে পারে। কোথায় হারিয়ে গেছে জীব শ্রেষ্ঠ মানুষের মানবতা। কয়েকটি উদণ্ড নরপিশাচ মিলে একজন ভগবান তুল্য ডাক্তারকে জঘন্য আক্রমণ করে। মনে হচ্ছে এ কোনো চিনেমা বা নাটকের দৃশ্য। কিন্তু আপনারা কোনো ভুল বুঝবেন না এ হচ্ছে প্রকৃত সত্য ও বাস্তব ঘটনা। 

কি দোষ ছিল সেই ভগবান রূপী ডাক্তারের? যার প্রত্যুত্তরের উপহার হিসেবে নিতে হলো পায়ে জুতা,ঝাড়ু, রড, লাঠী।

এই ঘটনাটি সংঘটিত হয়েছে আসামের হোজাই জেলার লংকার পার্শ্ববর্তী উদালি ফুলতলী কোভিড হাস্পাতালে। সম্প্ৰতি ১ জুন তারিখটা ছিল চিকিৎসক সেউজ কুমার সেনাপতির চাকরি জীবনের এক অভিশপ্ত দিন, যা ভোলার নয় বা ভুলে যাওয়াটা প্রায় দু:সাধ্য। ঘটনার বিবরণ অনুযায়ী  গত ১জুন তারিখে লংকার পিঁপলপুখুরী গ্রামের গিয়াস উদ্দিন নামের একজন মুমূর্ষু কোভিদ রোগী ওই হাসপাতালে নাম ভর্তি করায়। এবং চিকিৎসাধিন অবস্থাতেই রোগীর শারিরীক অবস্থার চুড়ান্ত অবনতি হয় এবং কিছুটা সময় পর সেই করোনা আক্রান্ত রোগী গিয়াস উদ্দিন শেষ নি:শ্বাস ত্যাগ করে। এবং গিয়াস উদ্দিনের অকাল মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এবং ক্রমশ হিংসা দ্বেষ বৃদ্ধি পেয়ে মৃতকের পরিবারের সদস্যের সাথে প্রায় ৪০ জনেরও বেশী স্থানীয় কিছু দুষ্কৃতী ডাক্তার সেউজ কুমার সেনাপতির উপর অতর্কিতে প্রানঘাতি হামলা চালায়৷ উদন্ড ওই দুষ্কৃতীরা কুরুক্ষেত্রের রণস্থলীতে পরিনত করে তুলে ঘটনাস্থলী তথা হাসপাতাল চত্বর। তৎক্ষণাৎ হোজাই জেলা প্রশাসন উপস্থিত হয়ে কোনোরকমে ডাক্তার সেউজ কুমার সেনাপতির প্রাণ রক্ষা করে মুমূর্ষু অবস্থায  ডাক্তারকে তৎক্ষণাৎ গুয়াহাটি চিকিৎসালয়ে (জি এম সি) প্রেরণ করেন উন্নত চিকিৎসার জন্য৷ আজ পর্যন্ত জি এম সি'তেই চিকিৎসাধীঁন আছেন ডাক্তার সেনাপতি৷ 

এখন প্রশ্ন উত্থাপিত হয়, যে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এই প্রাণ ঘাতি মহামারীর চিকিৎসায় দিন রাত একাকার করে  ভগবান তুল্য ডাক্তাররা অবিরত ভাবে রোগীদের সেবা শুশ্রূষা চালিয়ে যাওয়ার পরও  আর কতদিন এই মানব রূপী দানবের বলি হবেনপ্রশাসন ব্যবস্থার অবসানে কী ধরনের  কড়া ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করে সেটাই  হবে লক্ষ্যনীয় ব্যাপার৷


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.