রাজ্যিক বিদ্যুৎ বিভাগকে লাভজনক করার প্রয়াস মুখ্যমন্ত্রীর
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যের
বিদ্যুৎ বিভাগকে লাভজনক করে গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ
বিদ্যুৎ বিভাগের মন্ত্রী বিমল বরার উপস্থিতিতে
পর্যালোচনা বৈঠক করেন। এপি ডি সি এল, এ জি সি
এল, এ পিজি সি এল এই তিন কোম্পানির কর্তাদেরও
অন্যান্য অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ৬৩ লাখ বিদ্যুৎ
গ্রাহকের নাম ধাম ফোন
নম্বর সংগ্রহ করে ডাটাবেস তৈরির নির্দেশ দেন। বিদ্যুৎ চুরি রুখতে নির্দিষ্ট পুলিশ
থানা নয় রাজ্যের প্রত্যেকটি থানাকে দায়িত্ব দিলেন বিদ্যুৎ রুখতে। যে সব সরকারী
কর্মী বিদ্যুৎ বিল দেবেনা তাদের কাছ থেকে বিদ্যুৎ বিল সংগ্রহের দায়িত্ব স্থানীয় বি
ডিও দেওয়া হবে। বিভাগে লোকসান কেন হচ্ছে তা তৃণমূল পর্যায়ে আলোচনা করে
সমাধানের কারণ জানতে হবে। লাভজনক সংস্থাতে ৫০০ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বসানোর
নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুজরাটের আদলে বিভাগকে অত্যাধুনিক
করে লাভজনক করার প্রয়াস চালাবার কথা বলেন। অর্থ বিভাগের মুখ্য সচিব সমীর কুমার
সিনহা উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই