Header Ads

অসমের দেবাঙ্গি কলিতা জেল থেকে ছাড়া পেয়েই হুঙ্কার দিলেন তাদের কা বিরোধী আন্দোলন বন্ধ হবে না


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দিল্লিতে ছাত্রদের কা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অপরাধে জে এন ইউ-র কৃতি ছাত্রী অসমের দেবাঙ্গি কলিতা, নাতাশা নরওয়াল এবং জামিয়া মিলিয়ার ছাত্র আসিফ ইকবাল তানহাকে রাষ্ট্রবিরোধী  চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয়। একবছর জেল খাটার পর আজ দিল্লি হাই কোর্টের নির্দেশে তিন জনকেই জামিনে ছেড়ে দেওয়া হয়। তিহার জেল থেকে ছাড়া  পেয়ে দেবাঙ্গি হুঙ্কার দিয়ে বলেন, তাদের আন্দোলন বন্ধ হবে না। তিনি কৃষক মুক্তি নেতা  বিধায়ক অখিল গগৈর মুক্তির দাবি জানিয়েছেন। দিল্লি পুলিশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দিল্লি হাই কোর্টের দুই বিচারক প্রশ্ন তুলেছেন, সাধারণ বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ  মানেই রাষ্ট্রদ্রহিতা নয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী আইন প্রয়োগ করা যেতে পারে না। এই আইনের অপপ্রয়োগ  মেনে নেওয়া যায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.