Header Ads

নগাঁওয়ে কোভিড পরিস্থিতি অনিয়ন্ত্রিত, আক্রান্তের সংখ্যা ১৩,৮৬৮জনে বৃদ্ধি, একদিনে ২ জনের মৃত্যু

সুনীল রায়, নগাঁ: নগাঁও জেলাতে অতিমারী কভিড-১৯র সংক্রম অনিয়ন্ত্রিত রূপে আছে। যার জন্য লকডাউনের পূর্বের নীতি-নিয়মের ক্ষেত্রে কোনো শিথিলতা নিযে আসেনি সরকারে। আজ নগাঁও জেলা স্বাস্থ্য বিভাগেমতে জেলাটিতে আজ পর্যন্ত মোট ১৩ হাজার ৮৬৮জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টা জেলার বিভিন্ন প্রান্তে ৭৯৩৫জন লোকের কভিড পরীক্ষা করানো হয়। ২১৭ জন লোকের শরীরে কভিড সংক্রমণ ধরা পরেছে। এই আক্রন্ত  সকলের ভিতরে আজ ২১০জন রোগীকে জেলার বিভিন্ন প্রান্তে কভিড পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা গ্ৰহ করার উপরেও বাকী ৭জন কভিড আক্রান্তকে নিজের নিজের বাড়ীতে চিকিৎসা সেবা গ্ৰহণের পরামর্শ প্রদান করেছে। বর্তমান জেলাটিতে সক্রি কভিড রোগীর সংখ্যা ২৪৩৭ জন। উল্লেখ্য, বৃহস্পতিবার দিনটিতে জেলা টিতে জন ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃত্যু হওয়া ব্যক্তিজন জেলাটির কলিয়াবের বামুণী পথারের চন্দ্র শেখর(৪০) এবং হারমতির কাশেম আলী(৭০) এই নিয়ে জেলাটিতে  মৃত্যুর সংখ্যা ৭৭জনে বৃদ্ধি পেয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.